৩য় পর্যায়ের মাটি ভরাট কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।📄 ফেইজ – ৩মূল্য তালিকা (৩য় ফেইজ) ক্রমিক নং প্লটের ধরন ইউনিট (কাঠা) মূল্য (টাকা) ১ সাউথ-কর্নার প্লট ১ ৭৫,০০,০০০/- ২ নর্থ-কর্নার প্লট ১ ৭০,০০,০০০/- ৩ দক্ষিণমুখী সাধারণ প্লট ১ ৬০,০০,০০০/- ৪ উত্তরমুখী সাধারণ প্লট ১ ৫৫,০০,০০০/- 📌 শর্তাবলী / নোট1️⃣ এই মূল্য যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। তবে চুক্তি সম্পাদনের পর মূল্য পরিবর্তন হবে না।2️⃣ বুকিং অর্থ / আবেদন ফি: ১,০০,০০০/- টাকা (প্রতি প্লট) — বুকিং এর সময় প্রদান করতে হবে।3️⃣ আবেদন অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে ৫০% ডাউন-পেমেন্ট দিতে হবে।4️⃣ বাকি টাকা ৩৬টি সমান মাসিক কিস্তিতে (EMI) পরিশোধ করতে হবে।5️⃣ উপরের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত: জমির মূল্য ভরাট কাজ রাস্তা নির্মাণ (HBB Road) 6️⃣ ইউটিলিটি ফি, বাউন্ডারি ওয়াল ও রেজিস্ট্রেশন খরচ হ্যান্ডওভার/রেজিস্ট্রেশনের আগে প্রদান করতে হবে।7️⃣ ৩০ দিনের মধ্যে ডাউনপেমেন্ট প্রদান না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা অর্থ থেকে ১০% সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।8️⃣ ৩টি কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল হবে।