·
প্রকল্পের ১ম পর্যায়ের মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে।
·
মাটি ভরাটের পর লে–আউট চুড়ান্ত করে ২০১৭ সালে লটারীর
মাধ্যমে প্লট হস্তান্তর করা হয়েছে।
·
এরপর রাস্তাঘাট, বৈদ্যুতিক সংযোগ সহ প্রয়োজনীয়
অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে।
·
চুড়ান্ত ভাবে বরাদ্দকৃত প্লট সমূহ অবস্থান অনুযায়ী জমির
তফসিল উল্লেখ্য পূর্বক সাফকবলা দলিল মূলে হস্তান্তর করা হচ্ছে এবং উক্ত প্রক্রিয়া
চলমান আছে।
·
অনেকেই ডু-প্লেক্স/ থ্রী-প্লেক্স বাড়ি করেছেন। অনেকেই বাড়ির
কাজে হাত দিয়েছেন।
| ক্রমিক নং | প্লটের ধরন | ইউনিট (কাঠা) | মূল্য (টাকা) | ||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | সাউথ-কর্নার প্লট | ১ | ৫০,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ২ | নর্থ-কর্নার প্লট | ১ | ৪৫,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৩ | ইস্ট-কর্নার প্লট | ১ | ৪৭,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৪ | ওয়েস্ট-কর্নার প্লট | ১ | ৪৫,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৫ | নর্থ-ইস্ট কর্নার প্লট | ১ | ৫০,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৬ | দক্ষিণমুখী সাধারণ প্লট | ১ | ৪৫,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৭ | উত্তরমুখী সাধারণ প্লট | ১ | ৪২,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৮ | পূর্বমুখী সাধারণ প্লট | ১ | ৪৩,০০,০০০/- | ||||||||||||||||||||||||||||||||||||
| ৯ | পশ্চিমমুখী সাধারণ প্লট | ১ | ৪২,০০,০০০/- |
1️⃣ এই মূল্য যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। যাহোক, চুক্তি সম্পাদনের পরে মূল্য পরিবর্তন হবে না।
2️⃣ বুকিং অর্থ / আবেদন ফি: ১,০০,০০০/- টাকা (প্রতি প্লট) — বুকিংয়ের সময় প্রদান করতে হবে।
3️⃣ আবেদন অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে ৫০% ডাউনপেমেন্ট দিতে হবে।
4️⃣ বাকি টাকা ৩৬টি সমান মাসিক কিস্তিতে (EMI) পরিশোধ করতে হবে।
5️⃣ উপরোক্ত মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত:
জমির মূল্য
ভরাট কাজ
রোড নির্মাণ (HBB রাস্তা)
6️⃣ ইউটিলিটি চার্জ, বাউন্ডারি ওয়াল খরচ ও রেজিস্ট্রেশন খরচ হ্যান্ডওভার / রেজিস্ট্রেশনের আগে প্রদান করতে হবে।
7️⃣ ৩০ দিনের মধ্যে ডাউনপেমেন্ট না দিলে আবেদন বাতিল হবে এবং জমাকৃত অর্থ থেকে ১০% সার্ভিস চার্জ কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
8️⃣ টানা ৩ কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল হবে।